• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

খুলনার বিভিন্ন প্রবেশপথে লাঠিসোঁটা নিয়ে আ.লীগ নেতাকর্মীরা


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৪:২০ অপরাহ্ন / ৮২
খুলনার বিভিন্ন প্রবেশপথে লাঠিসোঁটা নিয়ে আ.লীগ নেতাকর্মীরা

মোস্তাইন বীন ইদ্রিস (চঞ্চল),খুলনা: খুলনা শহরে ঢোকার বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খুলনার প্রবেশপথগুলোতে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছেন তারা। যারাই প্রবেশ করছেন তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাদ যাননি সাংবাদিকরাও। তাদের বহনকারী গাড়ি আটকিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা খুলনায় প্রবেশের বিভিন্ন পয়েন্টে বিশাল শোডাউনও করেছেন। ফুলতলা, মানিকতলা দৌলতপুর এবং খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনেসহ অন্তত ১০টি জায়গার মোড়ে মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। দুপুর ১টার দিকেও তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। যাত্রী নিয়ে ভ্যান, প্রাইভেট কার বা অন্য কোনো যানবাহন খুলনায় প্রবেশের সময় থামানো হচ্ছে। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় অনেককে খুলনায় ঢুকতে দেওয়া হয়নি।

এদিকে, অনেক বাধা পেরিয়ে সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে হাজারো মানুষ জড়ো হতে শুরু করে। খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আজ শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার দিকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন বিএনপি খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

নগরের ফেরিঘাট মোড়ের সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এখন সেখানে হাজারো মানুষের ঢল। এরই মধ্যে পূর্ব দিকে ডাকবাংলো মোড়, পশ্চিমে শিববাড়ি মোড় পর্যন্ত মানুষে পরিপূর্ণ।