• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

খুলনায় বর্জ্যে তৈরি হবে সার,বিদ্যুৎ ও ডিজেল দিয়ে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৩, ১১:০৭ অপরাহ্ন / ৭৩
খুলনায় বর্জ্যে তৈরি হবে সার,বিদ্যুৎ ও ডিজেল দিয়ে

খুলনা অফিসঃ খুলনা মহানগর বর্জ্য দিয়ে তৈরি হবে সার,বিদ্যুৎ ও ডিজেল দিয়ে। আধুনিক বর্জ্য পরিশোধনাগারের মাধ্যমে বর্জ্য থেকে তৈরি এসব সার ও ডিজেল বাণিজ্যিকভাবে বিক্রি করা হবে।

বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া ডাম্পিং পয়েন্টে কেসিসি ও এলজিইডি’র যৌথ উদ্যোগে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, এই প্রকল্পে প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৩৭৫ টন বর্জ্য পরিশোধন করা যাবে। প্রকল্পের কাজ শেষ হলে ১২শ’ মেট্রিক টন বর্জ্য পরিশোধন করা যাবে। বাড়ি বাড়ি গিয়ে এ বর্জ্য সংগ্রহ করা হবে। প্রকল্পের জন্য ২৫ একর জমি সরকারের পক্ষ থেকে চায়না কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে, যা ২০ বছর পর কর্তৃপক্ষ ফেরত নেবে। মেয়র এই প্রকল্পটি সঠিক সময়ে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।