• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

কুমিল্লা মুরাদনগর কোম্পানীগঞ্জ বাজার থেকে ৩ নারী ছিনতাইকারী আটক


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৩, ৮:৪০ অপরাহ্ন / ৬৭
কুমিল্লা মুরাদনগর কোম্পানীগঞ্জ বাজার থেকে ৩ নারী ছিনতাইকারী আটক

মোঃ রাসেল সরকারঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি অভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিল তাদের মধ্যে একটি চক্র ছিনতাই করে শুধু ব্যাংকিং ও গহনা ছিনতাইকারী। দুপুরে এই চক্রটি ৩ নারী সদস্য কে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে, নারী এই ছিন্তাইকারীরা প্রথমে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের টার্গেট করে পিছু নেয়, পরে তাদের নোট বদল, গুনে দেওয়ার কথা বলে এমনকি গায়ের উপর বমিসহ ময়লা ফেলে তা পরিষ্কারের নামে সুযোগ বুঝে হাতিয়ে নেয় টাকার ব্যাগ। দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের নীচ থেকে পুলিশের হাতে ধরা পরে হিনতাইকারী চক্রের ও নারী সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল ১১ টায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বৃহ হইতে দশ হাজার টাকা উত্তোলন করে এক নারী। পরে ওই নারী কাঁচাবাজারের দিকে যাওয়ার পথে ইসলামী ব্যাংকের নীচে পৌছলে ৩জন নারী জটলা সৃষ্টি করে এবং হাতের বাজারের ব্যাগে থাকা টাকার ব্যাগ নিয়ে যায়। তাৎক্ষনিক টাকার মালিক মহিলা ওই ছিনতাইকারীদের জড়িয়ে ধরলে বাজারের তাদেরকে লোকজন আটক করেন। সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ নারী ছিনতাইকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নারী ছিন্তাইকারীরা হলেন, কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর রহিমা বেগম এলাকার (২৫), গৌরীপুর এলাকার রাসেল মিয়ার স্ত্রী নূপুর তাসলিমা (৩২) এবং তিতাস উপজেলার রাশেদ মিয়ার মেয়ে বৈশাখী লিমা (১৯) মুরাদনগর থানার ওসি মোঃ কামরুজ্জা তালুকদার বলেন, আটককৃত ৩ নারী ছিনতাইকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তাদের কাছ থেকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। অজ্ঞাতনামা অন্যান্য হিতাইকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের কে কুমিল্লা বিজ্ঞ আদালতে আসামিদের সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারগারে পাঠানোর প্রেরণ করেন।