• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

আজ সকাল ছয়টা হতে সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে


প্রকাশের সময় : জুন ২২, ২০২১, ১:৩৪ অপরাহ্ন / ২১৫
আজ সকাল ছয়টা হতে সাত জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা : আজ সকাল ছয়টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাত জেলায় (মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ) যাত্রীবাহী নৌযান (লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ থাকবে। একই সময় হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা থেকেও সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

পণ্য পরিবহন এবং জরুরী সেবা প্রদানকারী নৌযানের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবেনা।
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গতকাল এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এর মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সকলকে উক্ত নির্দেশনা মেনে চলতে বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।