• ঢাকা
  • বুধবার, ০১ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

অভিনেতা এটিএম শামসুজ্জামান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : মার্চ ৩, ২০২১, ৫:৩৮ অপরাহ্ন / ২৪৬
অভিনেতা এটিএম শামসুজ্জামান স্মরণে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভা অনুষ্ঠিত

এম শিমুল খান, ঢাকাঃ : আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ২য় তলার জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি এটিএম শামসুজ্জামানের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাননীয় তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এম.পি

সভাপতিত্ব করেন জোটের অন্যতম উপদেষ্টা লায়ন চিত্তরঞ্জন দাস। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী আওয়ামী লীগ নেতা রফিকুল আলম, এম এ করিম জোট সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান,চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা চিত্রনায়িকা শাহনুর, গায়ক এস.ডি রুবেল, এটিএম শামসুজ্জামানের কন্যা কোয়েল আহমেদ,সাংবাদিক সুজন হালদার সমীরণ রায় মানিক লাল ঘোষ আওয়ামী লীগ নেতা রাসেল চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুল, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেনসহ সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ।