• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন : আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন / ২০১
অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন : আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ঢাকা : মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কে পুরো বিশ্বে। এরই মধ্যে ধরনটি অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিইএইচও)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। খবর প্রকাশ করেছে বিবিসি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৭৭টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ডব্লিইএইচও প্রধান বলছেন, এ সংখ্যাটা আরও বেশি হতে পারে এবং তা নজিরবিহীন হারে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে এমন দেশ ছাড়াও আরও অনেক দেশে ধরনটির উপস্থিতি রয়েছে।

তেদরোস আধানম গেব্রেয়াসুস বলেন, ওমিক্রনের সংক্রমণের ঊর্ধ্ব হারের কারণে অপ্রস্তুত স্বাস্থ্য ব্যবস্থা বড় চাপের মুখে পড়বে। যদি ধরনটি শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি নাও করে, তবু এমনটা হবে। এ সময় করোনা টিকা বৈষম্যের বিষয়টিও তুলে ধরেন ডব্লিইএইচও প্রধান। তিনি বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতা বা মৃত্যুর কম ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিদের বুস্টার ডোজ আপাতত না দেওয়াটাই উচিত। নয়তো যারা সরবরাহের ঘাটতির কারণে এখনো প্রাথমিক ডোজ পাননি তাদের জীবন হুমকির মুখে পড়বে।