• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে আকিবকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন


প্রকাশের সময় : মে ৩, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ন / ১৩২
মুন্সীগঞ্জে আকিবকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

শাহনাজ বেগম, মুন্সিগঞ্জঃ আব্দুল আল নোমান আকিবকে নির্মমভাবে হত্যা চেষ্টায় অভিযুক্ত কিশোর সন্ত্রাসী আহাদ, রোহান, রাব্বি এবং তাদের নেতৃত্বে আরও কয়েকজন কিশোর গ্যাং এর সদস্য ও আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ।

বুধবার ১১টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারক লিপি পেশ করে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে জানানো হয়, গত ২৪ এপ্রিল, ২০২৩ ইং তারিখে মোল্লারচর এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ পড়–য়া শিক্ষার্থী আব্দুল আল নোমান আকিব বখাটেদের হাতে স্টেপের শিকার হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে সুইচ গিয়ারের মাধ্যমে স্টেপ করেছে বখাটেরা। আব্দুল আল নোমান আকিব প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। গত সোমবার সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লারচর এলাকায় এ ঘটনা ঘটে। আকিব, তার বন্ধু জনি ও সিয়াম ঈদের একদিন পর সোমবার মোল্লারচর এলাকায় ঘুরতে যায়। সেখানে তার প্রতিবেশী আহাদ (২১)ও বন্ধুদের সাথে ঘুরতে যায়। আহাদেরবন্ধুরা মোল্লারচর বেড়িবাধ এলাকায় বেড়ানোর ফাঁকে মেয়েদেরকে বিভিন্নভাবে ইভটিজিং করে। সে বিষয়টি আকিব দেখে প্রতিবাদ করে। এতে আহাদ ও তার বন্ধুরা ক্ষিপ্ত হয় এবং আকিবকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। জলযোগ রেস্টুরেন্টের সামনে আহাদের আরো লোকজন একত্রিত করে এবং আকিবের শরীরের বিভিন্ন স্থানে সুইজ গিয়ারের মাধ্যমে স্টেপ করে। আকিবের সাথে থাকা আরো দুজন এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয় এবং মারধর করে ঐ বখাটেরা। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় আকিবের বাবা মোঃ আবু নাঈম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সদর থানায় ৪৭, তাং ২৫/০৪/২০২৩ ইং মামলা এন্টি করা হলেও এখনও পর্যন্ত মামলার আসামী ১। আহাদ (২১), পিতা-কাউসার আহমেদ, সাং-খালইষ্ট, ২। রোহান (২১), পিতা- অজ্ঞাত, ৩। রাব্বি (২০), পিতা-অজ্ঞাত, উভয় সাং-মোল্লারচর, থানা ও জেলা-মুন্সীগঞ্জগণসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের মধ্যে কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেননি।