• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

সরকারি নির্দেশনা মেনে শার্শার সাতমাইল পশু হাট বৃহস্পতিবার থেকে চালু


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২১, ৯:১৮ অপরাহ্ন / ১৮১
সরকারি নির্দেশনা মেনে শার্শার সাতমাইল পশু হাট বৃহস্পতিবার থেকে চালু

সোহাগ হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সমূহ যথাযথ ভাবে মেনে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শা বাগআঁচড়া সাতমাইল কোরবানির পশুর হাট পরিচালিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন, পশু হাট পরিচালনা কমিটির সদস্য মোঃ আসাদুল ইসলাম (মেম্বার)

বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ঈদের আগ পর্যন্ত একটানা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পশুর হাটটি চলবে বলে তিনি আজকের বাংলাদেশ প্রতিবেদক কে জানান।

  1. তিনি আরো জানান, হাটে সামাজিক দূরত যথাযথ ভাবে বজায় রাখা। ক্রেতা এবং বিক্রেতা উভয় কে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা।পশু হাটের প্রবেশ ও বাহির পথে আলাদা রাখা এবং নিয়মিত পরিষ্কার পরিছন্নতার ব্যবস্থা করা হবে। এবং কোভিড ১৯ এর বিস্তার রোধে আমাদের সকল কে সরকারের নির্দেশনা সহ স্বাস্থ্যবিধি সমূহ যথাযথ ভাবে মেনে চলতে হবে।