• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন


প্রকাশের সময় : মার্চ ১০, ২০২৩, ৭:৪৯ অপরাহ্ন / ৭৯
রাজশাহীর চারঘাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ এই প্রতিপাদ্যে রাজশাহীর চারঘাট উপজেলায় যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজনে শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস, চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোজাম্মেল হক, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল (ডিজিএম) রঞ্জন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ প্রামানিক, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।