• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

বরিশালের বানারীপাড়ায় মৎস্য সম্পদ ধংসকারী অবৈধ বাঁধা জাল জব্দ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন / ৫২
বরিশালের বানারীপাড়ায় মৎস্য সম্পদ ধংসকারী অবৈধ বাঁধা জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক,বরিশালঃ বরিশালের বানারীপাড়ায় ইলিশ ও দেশীয় মাছসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বাধা জাল ও বাধা জালে ব্যাবহার করা গ্রাফি (এ্যাংকর) সহ বিপুল পরিমাণ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।

রবিবার মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নির্দেশনায় মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সমন্বয়ে এক কম্বিং অপারেশনে গোয়াইল বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদী থেকে এ অবৈধ বাঁধা জাল জব্দ করা হয়।এতে রক্ষা পেয়েছে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা, ইলিশ মাছের পোনা। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নীর নির্দেশনায় জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এবং গ্রাফি (এ্যাংকর) নিলামে বিক্রয় করা হয়।উক্ত অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন। মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোদ্দার, সহকারী মেরিন ফিসারিজ অফিসার হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী মো: সুমন হাওলাদার, এনামুল কবির।