• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান অব. অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই


প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন / ৯৫
বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান অব. অতিরিক্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক আর নেই

কলি আক্তার,মোরেলগঞ্জ,বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জের কৃতি সন্তান অব. অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহসভাপতি, মোরেলগঞ্জ উপজেলা বিএপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ খালেক (৮০) শনিবার রাত সাড়ে ১২ টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তোকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যকালে তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাজধানীর রমনা কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম দফা জানাজা, রাজারবাগ পুলিশ হেডকোয়াটারে রাষ্ট্রীয় মর্যাাদায় ২য় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রোববার বেলা ১১টায় মোরেলগঞ্জ সদর আ. আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাজা এবং বাদ আসর তার নিজ গ্রাম মোরেলগঞ্জের আমতলী ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে ৪র্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব এমএ খালেক ১৯৯৭ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে সেচ্ছায় অবসর গ্রহন করে বিএনপি’র রাজনীতিতে যোগদান করেন এবং ২০০০ সালে দলীয় কাউন্সিলে মোরেলগঞ্জ উপজেলা বিএপি’র সভাপতি নির্বাচীত হন। এছাড়াও তিনি ডাকাস্থ খুলনা সমিতি, বাগেরহাট সমিতি, মোরেলগঞ্জ কল্যাণ সমিতি ও মোরেলগঞ্জ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।