• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সৌদিতে পর্যটন নিয়ম লঙ্ঘনে ১মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা ঘোষণা


প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৩, ৮:০৬ অপরাহ্ন / ৬৫
সৌদিতে পর্যটন নিয়ম লঙ্ঘনে ১মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,সৌদিআরবঃ সৌদিআরবে এখন থেকে পর্যটন খাতে নিয়ম লঙ্ঘন করলে সৌদি ১০ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করার ঘোষণা দিয়েছে। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় রবিবার একটি সরকারি নোটিশ জারি করে এতে বলা হয় পর্যটন নিয়ম লঙ্ঘন করলে এর ওপরে জড়িতদের নতুন শাস্তি পেতে হবে।

মন্ত্রণালয়টি জানিয়েছে যে, এই পদক্ষেপটি সৌদিআরবের পর্যটন খাত বিকাশের প্রচেষ্টাকে পরিপূরক করার জন্য করেছে।মন্ত্রণালয়টি ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা ধার্য করেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার সমপরিমাণ এবং এতে আরো বলা হয়েছে আগামী ২৫ মার্চের আগে লাইসেন্স না পাওয়াসহ সকল সুযোগ-সুবিধাগুলো বন্ধ করে দেবার সতর্কও করে দিয়েছে।

নতুন এই নিয়মে যে সকলক সেক্টরগুলো পড়বে তা হল পর্যটন আবাসন সুবিধা ব্যবস্থাপনা, ট্যুর অপারেটর,সাধারণ ভ্রমণ,পর্যটন পরিষেবা,ভ্রমণ এবং পর্যটন সংস্থা,পর্যটন বাসস্থান বুকিং,পর্যটন পরামর্শদাতা এবং ট্যুর গাইডও এই নিয়মের আওতাভুক্ত থাকবে ।