• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ও আলোচনা সভা


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২২, ৫:৪৫ অপরাহ্ন / ৯৫
গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ও আলোচনা সভা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ ঐতিহাসিক ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্তদিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আতিয়ার রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হালিম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন প্রমুখ।

এসময় সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সহকারী কমিশনার আরিফ হোসেন, গোপালগঞ্জের অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান দোলন বিশ্বাস বাবু, কে এম সাইফুর রহমান, কে এম শফিকুর রহমান, কাজী সেলিম নয়ন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম মহাসমাবেশে আমন্ত্রিত সকল কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।