
খুঁটি ছাড়া আকাশ
———–আকিকুর রহমান তালুকদার
উঁচু আকাশ নিচে বাতাস
নেই তো কোন খুঁটি,
জোড়ায় জোড়ায় সবেই সৃষ্টি
কোথাও নেই ত্রুটি।
সকল কিছু আল্লাহর সৃষ্টি
আলো বাতাস পানি,
ন্যায়ের পথে চলার জন্য
আছে প্রভুর বাণী ।
রাতে চন্দ্র ভেসে বেড়ায়
দিনের বেলা রবি,
আকাশ জমি সবেই দেখি
খুঁটি বিহীন ছবি।
কোন কারিগর করলো এমন
ভাবো দেখি একবার,
কারিগরের নিখুঁত ছোঁয়া
ভুবন জুড়ে দেখবার।
কীটপতঙ্গ তরু লতা
সবেই তাহার সৃষ্টি,
শূন্যে ভেসে মেঘের মালা
ঝড়ে পড়ে বৃষ্টি।
আপনার মতামত লিখুন :