
রক্ত রাঙা ফাল্গুন
কবিঃ আকিকুর রহমান তালুকদার
শুরু হলো ভাষার মাসটা
বাংলা ভাষার স্মৃতি
রক্ত দিয়ে মান রেখে যায়
বাংলা মায়ের প্রীতি।
রক্ত দিয়ে ভাষার জন্য
প্রাণ করিলো দান,
সারা জনম তারা যেন
পায় যেন গো মান।
এই ভাষাতে গর্ব মোদের
বাংলা মায়ের আশা,
থাকবো ধরায় স্বাধীন জাতি
বাংলা মুখের ভাষা।
ফাল্গুন মাসে রক্ত ঝড়া
পলাশ হলো লাল,
শহীদ প্রাণ দেয় বিসর্জন
মিঠায়ে মনের ঝাল।
লড়াই হলো ভাষার তরে
ফাল্গুন মাসে পাই,
শহীদ হলো শফিক বরকত
রফিক জব্বার ভাই।
আপনার মতামত লিখুন :