• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

রাজশাহীর চারঘাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৪, ৯:৩২ অপরাহ্ন / ২৩
রাজশাহীর চারঘাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচি মোতাবেক সকাল সাড়ে ৮ টায় মঙ্গল শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এই শোভাযাত্রা শেষ হয়। চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু নেতৃত্বে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাটি খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আলহাজ্ব শাহরিয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম ও চারঘাট পৌর মেয়র একরামুল হক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোহেল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার দীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, সরদহ সরকারি কলেজর শিক্ষক মাজদার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ব্রজহরি দাস, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে পদ্মা বড়াল থিয়েটারের উদ্দ্যোগে  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।