• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাটে প্রথম ধাপে বীর নিবাস পেলো ১২ জন বীর মুক্তিযোদ্ধা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ন / ১২৮
রাজশাহীর চারঘাটে প্রথম ধাপে বীর নিবাস পেলো ১২ জন বীর মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীযঃ রাজশাহী চারঘাটে ১২ জন বীর মুক্তিযোদ্ধা প্রথম ধাপে পেলো বাসগৃহ “বীর নিবাস”।বুধবার সারা দেশের ৫ হাজার বীর মুক্তিযোদ্ধা কে বীর নিবাস হস্তান্তর করা হয়েছে। গণ ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্থান্তের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন অস্বচ্চল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে যে সকল বীর নিবাসের কাজ শেষ হয়েছে সে গুলো চাবি হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান আলমাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামিম আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ লুৎফুন নাহার, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ও চারঘাট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।