• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ২ কোটি ৮৮ লাখ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন / ৬১
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ২ কোটি ৮৮ লাখ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক, লৌহজং, মুন্সিগঞ্জঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের খান বাড়ি মোড় থেকে আজ (০১ সেপ্টেম্বর) শুক্রবার সকালে অভিযান পরিচালনা করেন ৬০টি ড্রামে প্রায় ২ কোটি ৮৮ লাখ পিস নিষিদ্ধ চিংড়ি রপনু পোনা জব্দ করা হয়। শুক্রবার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের লৌহজং উপজেলাধীন খান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম থেকে খুলনাগামী একটি ট্রাক তল্লাশী করে ৬০টি ড্রাম থেকে আনুমাণিক ২ কোটি ৮৮ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেনু পোনা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ চিংড়ির রেনু পোনাগুলো লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদারের উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেনু পোনা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।