• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

বাহরাইনের মাইজভান্ডারীর উছুলে ছাবয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৩, ১১:২৪ অপরাহ্ন / ১৫৫
বাহরাইনের মাইজভান্ডারীর উছুলে ছাবয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বাহরাইনঃ আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) বাহরাইন শাখার উদ্যোগে এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় উছুলে ছাবয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির সালমানিয়া শহরের আল সুকায়া রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ৯ টায় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোহম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে বক্তব্য রাখেন নায়েবে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট এর ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ জিঃ আঃ)।

প্রধান বক্তা হিসেবে বাস্তব জীবনে উছুলে ছাবয়ার অনুশীলনে কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের মিনিস্ট্রি অব জাস্টিস এর মুসলিম চ্যাপলিন মোহাম্মদ মহিউদ্দিন আজহারি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সভাপতি ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহ-সভাপতি মাজহারুল হক নয়ন, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইনের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন নূর, বাংলাদেশ বিজনেস কমিউনিটির সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ মহন, লিন্নাস মেডিকেল সেন্টার এর মাইক্রো বায়োলজিস্ট ল্যাব ইনচার্জ নুরুল ইসলাম নাহিদ, বীর মুক্তিযোদ্ধা আলতাফ আহমেদ, বাংলাদেশ সোসাইটি বাহরাইন হুরা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল পলাশ, বাংলাদেশ সোসাইটি বাহরাইন সিত্রা শাখার সভাপতি ইসমাইল হোসেন এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিদের উপহার স্বরুপ উছুলে ছাবয়া স্মারক গ্রন্থ এবং দারুল ইরফান রিসার্চ জার্নাল প্রদান করা হয়। পরে মিলাদ কিয়াম শেষে

সংগঠনের সানাদ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিনের বিশষে মোনাজাতে দেশ, জাতি, প্রবাসীরদের কল্যাণে দোয়া করা হয় এবং পরিশেষে বিপুল সংখ্যক প্রবাসীদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।