• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

গোপালগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৪, ১০:৩১ অপরাহ্ন / ১৪
গোপালগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিলো সূর্যদয়ের সাথে সাথে বর্ষবরণ অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ উপভোগ সহ নানা বর্নিল সব আয়োজন।

উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি আতিয়ার রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র শেখ রকিব হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ইলিশ-পান্তা উপভোগের পর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ সময় জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোহাম্মদ রুহুল আমিন শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ ওহিদ আলম লস্কর, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ বেনজীর আহমেদ, লাল মিয়া সিটি কলেজের অধ্যক্ষ পলাশ বিশ্বাস, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখায়েত হোসেন বিশ্বাস, বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্চনা বিশ্বাস, শেখ হাসিনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ জেলা উপজেলায় অবস্থিত বিভিন্ন সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে জেলার মুকসুদপুর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় আনা কর্মসূচি পালন করা হয়।