• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পূর্বাহ্ন

এ বছরে আগাম আমের মুকুল দেখা দেওয়ায় আমচাষীরা খুশি


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৩, ১০:০৫ অপরাহ্ন / ১০৩
এ বছরে আগাম আমের মুকুল দেখা দেওয়ায় আমচাষীরা খুশি

মোজাম্মেল হক,চারঘাট,রাজশাহীঃ আমের রাজধানী বলে পরিচিত রাজশাহীর চারঘাট উপজেলায় এ বছর গাছে গাছে আগাম আমের মুকুল দেখা দেওয়ায় আমচাষী ও আম ব্যবসায়ীরা খুশি। প্রতিবছর মাঘ মাসের শুরু থেকেই আম গাছে মুকুল দেখা দেয়। এ বছরও অধিকাংশ গাছেই মুকুল দেখা দিয়েছে।

চলতি মৌসুমে প্রায় গাছেই আমের মুকুল এসেছে। ইতি মধ্যেই আম চাষী ও আম ব্যবসায়ীরা খুশি মনে আম গাছের পরিচর্যা শুরু করেছে। প্রতি বছরের মতো এবারেও গাছে গাছে মুকুলের সমারোহ আর মুকুলের মৌ মৌ গন্ধ ছড়াতে শুরু করেছে।

এ দিকে উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গেলে বাগান মালিকদের সাথে কথা হলে তারা জানান, গত বছর আমের মুকুল কম হওযায় ব্যাপক ভাবে লোকশানে পড়ে ছিলাম কিন্তু এ বছর মৌসুমের শুরুতেই গাছে গাছে আমের মুকুল দেখা দেওয়ায় আমের ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে। তা ছাড়া এ মাসের মধ্যে সব গাছে মুকুল ফুটবে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, বৈরি আবহাওয়া আঘাত না হানলে চলতি মৌসুমে আমের ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে বলে তিনি জানান।