
নিজস্ব প্রতিবেদক,সৌদিআরবঃ সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে রাশেদ মামুন (২৯) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে ।নিহত রাশেদ মামুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফজামানের সন্তান। মঙ্গলবার সৌদিআরব সময় দুপুর প্রায় ১ টায় সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়,মামুন মঙ্গলবার সৌদি আরবের পবিত্র মক্কায় নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে সৌদি মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন।এসময় ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর জখম হয়।পরবর্তী তাকে স্থানীয় একটি হাসপাতালে দ্রুত নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত মামুন দীর্ঘ ৮/৯ বছর যাবত জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন।
এদিকে মামুনের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। নিহত মামুনের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।
আপনার মতামত লিখুন :