• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

সিলেট নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২২, ১০:৫১ অপরাহ্ন / ১৭৭
সিলেট নগরীতে প্রকাশ্যে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীতে শক্রতার জেরে প্রকাশ্যে সাংবাদিকের উপর হামলা চালিয়েছে একদল চিহিৃত সন্ত্রাসী। রোববার (১৭ জুলাই) নগরীর বন্দরবাজার এলাকার পড়শী রেস্টুরেন্টের সামন থেকে প্রকাশ্যে নির্যাতন করে রংমহল টাওয়ারের পূর্ব পাশে পুরাতন জেলের পরিত্যাক্ত কোয়াটারের ঘরে নিয়ে এ হামলা করেন সন্ত্রাসী হানিফ সহ তার সহযোগীরা।

জানা গেছে, সন্ত্রাসী হানিফ ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ সহ এসএমপি কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং সাইবার ট্রাইব্যুনালে গত ৩০ জুন মামলা নং- ৯৮/২২ দায়ের করেন দৈনিক সোনালী সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার (ক্রাইম) রায়হান হোসেন।

এই শক্রতার জেরে সন্ত্রাসী হানিফ তার লোকজন নিয়ে প্রকাশ্যে এ হামলা চালায়। পরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রায়হানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠান। আহত রায়হান বর্তমানে হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাংবাদিক রায়হানের পরিবারের পক্ষে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।