নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা সভাপতি, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার জয়পুুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক মো.মামুনুর রশিদ (মামুন) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন,জয়পুরহাট জেলা হেযবুত তওহীদ সভাপতি মো. মাসুদ রানা চৌধুরী। অনুষ্ঠানে জেলা হেযবুত তওহীদের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন
জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি জনাব মাসুদ রানা চৌধুরী বগুড়া জেলা সভাপতি জনাব সামিউল ইসলাম রনি জয়পুরহাট জেলা মহিলা সম্পাদিকা মোসাম্মৎ শ্যামলী আক্তার আক্কেলপুর উপজেলা রানার নাট্য সম্প্রদায়ের এর পরিচালক জনাব মিজানুর রহমান কাজল বগুড়া জেলার সাবেক সভাপতি আবু কালাম আক্কেলপুর পৌর মহিলা কাউন্সিলর মোছাম্মদ পরীবানু আক্তার
এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোঃ টিটু আহম্মেদ,আক্কেলপর উপজেলা সভাপতি মোঃ গাজিউল ইসলাম (গাজি),দপ্তর সম্পাদক মোঃ আমিনুর রহমান,অর্থ সম্পাদক মোঃ আবু কালাম অনলাইন সম্পাদক মোঃ আবু হাসান (সাদ্দাম) প্রমুখ সহ বিভিন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মরণ সভায় জেলা হেযবুত তওহীদ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্য,পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন।এবং সেই সাথে তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :