কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি মন্ডলের সদস্য, গোপালগঞ্জ মাটি ও মানুষের প্রিয় নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম নবম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রেসক্লাব গোপালগঞ্জ ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সোমবার রাতে শেখ সেলিম এমপির টুঙ্গিপাড়ার বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ আলিমুজ্জামান বিটু, মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ সজুসহ প্রেসক্লাব গোপালগঞ্জ ও গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শেখ ফজলুল করিম সেলিম এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শেখ ফজলুল করিম সেলিম এমপি টানা নয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেছেন।
আপনার মতামত লিখুন :