
কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার গতিশীল করতে পর্যাপ্ত ঔষধ সরবরাহ নিশ্চিতের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে সেবা পাবেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের অনুমোদনে সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস্ লিমিটেড থেকে নিয়মিত ঔষধ ক্রয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে যে সকল ঔষধ এসেনসিয়াল ড্রাগস্ সরবরাহ করতে পারবে না, সেগুলো অন্য প্রতিষ্ঠান থেকে ক্রয় করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবার মান বাড়ানোর উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীতে রোগ নির্ণয়ের রক্ত পরীক্ষা ও ইসিজি যন্ত্র ক্রয় প্রক্রিয়ায় রয়েছে।
আপনার মতামত লিখুন :