
এম রোমানিয়া, খুলনাঃ খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা যৌথভাবে পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর।
স্মরণ সভায় বক্তার বলেন, শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ছিলেন এজন নির্ভীক সাংবাদিক। তিনি অন্যায়ের কাছে কোনদিন মাথানত করেননি। সভায় বক্তারা শহিদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের হত্যা মামলার পুন:তদন্ত দাবি করে অপরাধীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।
স্মরণ সভায় বক্তৃতা করেন আঞ্চলিক তথ্য অফিস খুলনার উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, ক্লাবের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ রাশিদুল ইসলাম, এম এ হাসান, শেখ কামরুল আহসান, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন, মুহাম্মদ নূরুজ্জামান, খলিলুর রহমান সুমন ও মরহুম সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ছোট ভাই শেখ শামসুদ্দীন দোহা।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য ও খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, মো. এরশাদ আলী, আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, কাজী শামিম আহমেদ, মোহাম্মদ মিলন, শেখ লিয়াকত হোসেন, মাহফুজুল আলম সুমন, রিংটন মন্ডল, নাজমুল হক পাপ্পু, অস্থায়ী সদস্য মেহেদী মাসুদ খান, এস এম বাহাউদ্দিন, মো. সোহেল রানাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত ও মৃত্যুবরণকারী অন্যান্য সাংবাদিকদেরও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রæয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে
আপনার মতামত লিখুন :