• ঢাকা
  • শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

রামগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : আবু তাহের সভাপতি-সাধারণ সম্পাদক কাউছার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন / ৭৮
রামগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : আবু তাহের সভাপতি-সাধারণ সম্পাদক কাউছার

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারী শনিবার রামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ কাউছার হোসেন।

নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন বাবুল, সহ-সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ জাকির হোসেন পাটোওয়ারী, যুগ্ন-সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, অর্থ সম্পাদক দৈনিক আমার সংবাদ রাজু হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের আলোর জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আজকালের খবর শাহ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তামজিদ হোসেন রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসানুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন সাকা, এমরান হোসেন পাটোওয়ারী, এমরান হোসেন রাজন, মাসুদ রানা মনি নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলাম ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভূমি কর্মকর্তা মোঃ রাসেল ইকবাল।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান, প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

এ সময় নির্বাচন কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন রামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম বাবুল (বাবর) ও রহমত উল্যাহ পাটোওয়ারী।

সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।