• ঢাকা
  • রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ২৯তম বর্ষপূর্তি উদযাপন


প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ন / ৯৭
রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ২৯তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট, রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের ২৯ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে চারঘাট উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমী দাস, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও সদস্য এম এম জিয়াউল হক জুয়েল।

সভায় সভাপতি সাহেব তার বক্তব্যে বলেন, ১৯৯৫ সাল থেকে চারঘাট উপজেলা প্রেসক্লাব বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনের কার্যকম এখনো চালিয়ে আসছে যা ভবিষ্যৎতে এ ভাবেই চলবে।

তিনি আরও বলেন, সংগঠনের সাথে আমরা যারা যুক্ত আছি অদূর ভবিষ্যৎতে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। সবশেষে, অতীতের সমস্থ গ্লানী মুছে ফেলে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান।