যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শায় মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল নামে এক ৬ বছরের শিশু নিহত হয়েছে। ১৫ মে (রোববার ) বিকালে নিজ বসতবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জান্নাতুল উপজেলার শ্যামলাগাছী গ্রামের রবিউল ইসলামের কন্যা। রবিউল ইসলাম জানায়, জান্নাতুল বিকালে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলো। এমন সময় একটি মোটরসাইকেল এসে জান্নাতুলের শরীরের উপর উঠিয়ে দেয়। এ সময় জান্নাতুল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করলে সন্ধা ৬ টা ৪৫ মিনিট এর দিকে ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জান্নাতুলের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :