নিজস্ব প্রতিবেদক,বাগেরহাটঃ মোবাইল সাংবাদিকতা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৫ সাংবাদিক। শুক্রবার সন্ধ্যায় সনদ বিতরণের মধ্য দিয়ে এ দুই দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি’র আয়োজনে মোংলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত দুই দিনের প্রশিক্ষণ শেষে তাদের এ সনদপত্র প্রদান করা হয়। পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণ ও সনদপ্রাপ্তরা হলেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক যুগান্তর প্রতিনিধি বিএম রফিকুল ইসলাম মাসুম, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি জামাল হোসেন বাপ্পা, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ।
প্রশিক্ষণে মোরেলগঞ্জ, শরণখোলা, রামপাল ও মোংলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :