• ঢাকা
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

মুক্তাঙ্গনে স্কাউটিং হলো এক ধরনের আত্মবিশ্বাসী, সহযোগিতামূলক ও নেতৃত্বমূলক প্রশিক্ষণ”


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন / ৩০
মুক্তাঙ্গনে স্কাউটিং হলো এক ধরনের আত্মবিশ্বাসী, সহযোগিতামূলক ও নেতৃত্বমূলক প্রশিক্ষণ”

নিজস্ব প্রতিবেদকঃ স্কাউটিং পদ্ধতি ৮ টি উপাদান নিয়ে গঠিত, যার মধ্যে হাতে কলমে শিক্ষা অন্যতম। স্কাউটস এর যেসকল কাজ স্কাউট পদ্ধতি অনুসরণ করে করা হয় না তাকে কখনো স্কাউটিং কর্মকাণ্ড বলা হয়না। হাতে কলমে শিক্ষাকে মুলত মুক্তাঙ্গনে কাজ করা বোঝায়। মুক্তাঙ্গনে স্কাউটিং হলো এক ধরনের আত্মবিশ্বাসী, সহযোগিতামূলক ও নেতৃত্বমূলক প্রশিক্ষণ যা যুবকদের শারীরিক, মানসিক ও সামাজিক উন্নয়ন সাধন করে।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূলনীতি, পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য একটি অরাজনৈতিক, সমাজসেবামুলক ও একটি শিক্ষামুলক আন্দোলন যা জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত। স্কাউট মুলত একাডেমিক (স্কাউট প্রোগ্রাম), ব্যবহারিক (মুক্তাঙ্গনে হাতে কলমে শিক্ষা) এবং সমাজ সেবা মুলক আন্দোলন। স্কাউটরা মুক্তাঙ্গনে হাতে-কলমে কাজে অংশ গ্রহণ করে যে অভিজ্ঞতা অর্জন করে তা ব্যক্তি জীবনে অনুশীলনের মাধ্যমে আত্মস্ত করার সুযোগ লাভ করে এবং স্বনির্ভরতা অর্জন করে। রোভার স্কাউট প্রোগ্রাম এ প্রতিটি স্তরের বিভিন্ন কার্যক্রম কে কয়েকটি বিশেষ ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে যেমনঃ বিশেষ জ্ঞান, ব্যবহারিক কাজ, ধর্মীয় কার্যাবলী, স্কাউট আন্দোলনের সেবা, সমাজ সেবা/সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য এবং আত্ম উন্নয়ন। স্কাউট পদ্ধতিতে হাতে কলমে শিক্ষার মাধ্যমে দেশে স্কাউটিংদের অবদান গুরুত্বপূর্ণ এবং স্বশিক্ষায় এগিয়ে।

রোববার (২ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাপ্তাহিক ক্রু মিটিং এ বাংলাদেশ মানচিত্র অংকন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়। যেমনঃ মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র সমূহ, জাতীয় স্কাউট ভবন ইত্যাদি। মানচিত্র আমাদের দেশের ভূগোল, প্রাকৃতিক পরিবেশ, নদ-নদী, পাহাড়, সমুদ্র ও অন্যান্য ভূ-আকৃতি সম্পর্কে ধারণা দেয়। এছাড়া, বাংলাদেশের মানচিত্র শিক্ষা দেয় দেশের সীমান্ত, প্রতিবেশী দেশগুলোর অবস্থান যেমন ভারতের পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণ সীমান্ত এবং মিয়ানমারের সাথে দক্ষিণ-পূর্ব সীমান্ত সম্পর্কিত তথ্য। এর মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলোর ওপর আলোকপাত করা সম্ভব। অতএব, বাংলাদেশের মানচিত্র শুধু ভৌগোলিক শিক্ষা নয়, বরং জাতীয় একত্ব, আঞ্চলিক বৈচিত্র্য ও দেশের ইতিহাসের গভীরে যাওয়ারও একটি পথ।

এছাড়াও স্কাউটিং কর্মকাণ্ড বাংলাদেশে বৈষম্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা এটি স্কাউট আইন ও প্রতিজ্ঞার মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। স্কাউট আইন অনুসারে, স্কাউটদের একে অপরের প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করতে হয়। “এক জাতি হিসেবে জীবনযাপন” এবং “সব মানুষের সমান অধিকার” এই নীতিগুলির মাধ্যমে বৈষম্য দূর করার শিক্ষা দেওয়া হয়। স্কাউট প্রতিজ্ঞায় উল্লেখ আছে যে, স্কাউটরা তাদের দেশের প্রতি কর্তব্যপালন করবে এবং সকল মানুষের প্রতি ভালোবাসা ও সেবা প্রদানের মাধ্যমে সমাজে সাম্য প্রতিষ্ঠা করবে। এভাবে, স্কাউটিং একত্রীকরণের মাধ্যমে বৈষম্য দূর করার প্রচেষ্টা চালায়।