• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

বৈঠকে বসেছেন বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২১, ১:৪৪ অপরাহ্ন / ১৬৩
বৈঠকে বসেছেন বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব

ঢাকা : দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এরপর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এক বৈঠকে যোগ দেন। ফরেন সার্ভিস একাডেমিতে দুপুর ১২টায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ে এ বৈঠক  শুরু হয়েছে।

জানা গেছে, মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শ্রিংলা। এতে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব। আগামী বুধবার তিনি ঢাকা ছাড়বেন।