মোঃ রাসেল সরকারঃ মুগদা ও নবাবগঞ্জ এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ রেজওয়ান শেখ রাজু, পারভেজ মাসুদুর রহমান ও মোঃ ফরিদুজ্জামান নিরব।
মুগদা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হোসাইন বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মুগদা থানার দক্ষিণ মান্ডা স্কুলের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৯ এপ্রিল ২০২২) রাত ৮:১০টায় উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ৫০০ পিস ইয়াবাসহ রাজু ও পারভেজকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানার চৌরাঙ্গী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০০০ পিস ইয়াবাসহ নিরবকে গ্রেফতার করা হয়।
মুগদা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :