• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

ফরিদা, শ্যামল ও সোমা’র জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৪, ১:২০ অপরাহ্ন / ৫৬
ফরিদা, শ্যামল ও সোমা’র জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং নির্বাহী সদস্য শাহনাজ সিদ্দীকি সোমার সদস্য পদ বাতিল করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি হাসান হাফিজ।

সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ গত ১০ আগস্ট ২০২৪ শনিবার জাতীয় প্রেসক্লাবে এসে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি ব্যবস্থাপনা কমিটি বরাবরে পেশ করেন। তাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে জাতীয় প্রেস ক্লাব ও সদস্যদের নিরাপত্তা এবং সাংবাদিক সমাজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত এবং শাহনাজ সিদ্দীকি সোমাকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩ (ক) ও ৩৪ মোতাবেক তাদের সদস্যপদ বাতিল করা হলো।

ক্লাব গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৪ এর খ(১) (৩) ও (৪) অনুযায়ী সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ সভাপতি এবং যুগা সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।