• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২২, ৫:৪৯ অপরাহ্ন / ৪২১
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের চেক গোপালগঞ্জের সাংবাদিকদের মাঝে বিতরণ

কে এম সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে উপহারের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় উপহারের এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬০ জন সাংবাদিকের মাঝে ১০ হাজার করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাশেদুর রহমান, সহকারী কমিশনার মামুন খান, মো. আরিফ হোসেন সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান সাংবাদিক নেতৃবৃন্দ।