মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ দৈনিক সমকাল কালিয়া (নড়াইল) প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটুর মা মোসাঃ হুরিয়া বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি ২ পূত্র, ৪ কন্যা সন্তানসহ অসংখ্য শুভাকাংখি রেখে গেছেন। ১৪ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৬ টায় কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে ভূগছিলেন। শুক্রবার সকালে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাংবাদিক মিটুর বাবার নাম প্রয়াত এস.এম ইকরামুল হক।
নড়াইল প্রেসক্লাব এবং কালিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ সাংবাদিকের মায়ের বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মতামত লিখুন :