• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

দৈনিক যায়যায়দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন খুরশীদ আলম


প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন / ৩৫
দৈনিক যায়যায়দিন পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন খুরশীদ আলম

এম রাসেল সরকারঃ বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট ন্যায়ের পথিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম দৈনিক যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৩টায় আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন দৈনিক যায়যায়দিন পরিবার। অরুণ কুমার দের স্থলাভিষিক্ত হলেন সাংবাদিক খুরশিদ আলম।

স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টাস ইউনিটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন্, ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব নাছির আল মামুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এম মোশারফ হোসেন এবং সাবেক নির্বাহী পরিষদ সদস্য এইচএম আল আমিন। নবনির্বাহী সম্পাদক খুরশীদ আলমের হাত ধরে যায়যায়দিন আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সাংবাদিক নেতারা।