
নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ ডেভিল হান্ট অপারেশনে রংপুরে আওয়ামী লীগের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে এ দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ হাফিজুর রহমান সেলিম মিয়া ও রংপুরের সদর উপজেলার খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোত্তালেব হোসেন ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পীরগঞ্জের ফলিরবিল নামক বাজার থেকে অভিযান চালিয়ে হাফিজুর রহমান সেলিমকে আটক করা হয়। অপরদিকে রাত ৮টার দিকে ভিন্ন জগৎ এলাকা থেকে খলেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোত্তালেব হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :