কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর। সভাটি সঞ্চলনা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি নুতন শেখ।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু সিদ্দিক সিকদার। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রবীন্দ্র নাথ অধিকারী, সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান মোঃ হাবিবুর রহমান ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার খান, সাংবাদিক আমিনুল হাসান শাহীন, মাহবুব হোসেন সারমাত, নীতিশ বিশ্বাস, চৌধুরী হাসান মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ.জেড আমিনুজ্জামান রিপন, কাজী মাহমুদ, মনির মোল্লা, আলোকিত প্রতিদিনের শিহাব মোল্লা, গোলাম রাব্বানী, এমডি নাঈম প্রমূখ।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অতীতের মতো আগামী দিনেও ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তরের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :