কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জের স্বনামধন্য ভোরের বাণী পত্রিকার চীফ রিপোর্টার এ জেড এম আমিনুজ্জামান রিপনের পিতা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা নিবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এ জেড এম সহিদুর রহমান আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে প্রেসক্লাব গোপালগঞ্জ সহ সকল সাংবাদিক সংগঠন গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
আপনার মতামত লিখুন :