• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা


প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৩, ৭:১৩ অপরাহ্ন / ১১৫
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, আইয়ুব ভূইয়া, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন