• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই——পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৩, ৯:২৫ অপরাহ্ন / ৮৯
সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই——পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,চারঘাট,রাজশাহীঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপি বলেছেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হবে।

শনিবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে পৌরসভার ১৩টি উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। রাজপথে থেকে, বুলেট বোমা খেয়ে বাবার কাছে থেকে যে শিক্ষা তিনি অর্জন করেছেন, পৃথিবীর বড় বিশ্ববিদ্যালয়ে গেলেও এমন সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়।

রেডিও বড়ালের সংবাদ পাঠক এম এম জিয়াউল হক জুয়েলের উপস্থাপনায় আড়ানী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আড়ানী পৌরসভার উন্নয়ন মূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র মুক্তার আলী। এতে বক্তব্য প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, আড়ানী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন (মতি), সাধারণ সম্পাদক রিবন আহম্মেদ বাপ্পি, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক রাম গোপাল সাহা, পৌর বাজার কমিটির সভাপতি আবদুল আজিজ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল হাকিম টুটুল, নারী কাউন্সিলর আনজুমান আরা বানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স, জেলা পরিষদের সাবেক সদস্য জয় জয়ন্তী সরকার মালতি, আড়ানী ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম, গুড় ব্যবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলী, ব্যবসায়ী একরামুল হক সনত, প্রমুখ।

এ দিকে, বিকাল ৩টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আড়ানী ফুটবল একাদশের আয়োজনে ভাষা শহীদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেল ৫ টায় দিঘা স্কুল ও কলেজের হলরুমে বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।