• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জের মধ্যনগরে গোয়ালঘরে আগুন : ভয়ে গৃহবধূর মৃত্যু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ৯:৫২ অপরাহ্ন / ১৭৩
সুনামগঞ্জের মধ্যনগরে গোয়ালঘরে আগুন : ভয়ে গৃহবধূর মৃত্যু

কুতুবউদ্দিন তালুকদার,মধ্যনগর,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগরে গোয়ালঘরে আগুন লাগতে দেখে চিৎকার দিয়ে রেহেনা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনায় এক কৃষকের চারটি গরু ও একটি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে বলেও জানা গেছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের কৃষক আব্দুল আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূরুন্নবী তালুকদার এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউপি চেয়ারম্যান নূরুন্নবী তালুকদার ক্ষতিগ্রস্থ পরিবারের বরাত দিয়ে জানান, উপজেলার সাউদপাড়া গ্রামের কৃষক আব্দুল আলী প্রতিদিনের ন্যায় তিনি বৃহম্পতিবার সন্ধ্যায় তাঁর গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য একটি কয়েল জ্বালিয়ে রাখেন। মশার ওই কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে গোয়ালঘরে থাকা খড়ের গাদায় আগুন ছড়িয়ে পড়ে। পরে তা মুহূর্তের মধ্যেই গোয়ালঘরসহ পাশের বসতঘরেও ছড়িয়ে যায়। আগুনে গোয়ালঘরে থাকা সাতটি গরুর মধ্যে চারটি গরু ঘটনাস্থলেই পুড়ে ভস্মীভূত হয়।

এ সময় আগুন দেখে চিৎকার করে মাটিতে লুটে পড়ে যান প্রতিবেশী ওসমান গনির স্ত্রী রেহেনা আক্তার। তিনি স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে গ্রামের লোকজন এসে ঘণ্টাখানেক সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আলী বলেন, আগুনে আমার সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার বাকি তিনটি গরু মুমূর্ষু অবস্থায় রয়েছে। আমি এখন কি করব, কিছুই বুঝে উঠতে পারছিনা।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান আজকের বাংলাদেশ টুয়েন্টিফোরকে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাশা পাশি ক্ষতিগ্রস্থ ওই কৃষক পরিবারটিকে সরকারিভাবে যথাযথ সাহায্য করার চেষ্টা করা হবে বলেও তিনি জানান।