• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

তুরস্কে ত্রাণ পাঠাচ্ছে সাঈদা শিউলীর সংগঠন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৬, ২০২৩, ১:৩৩ অপরাহ্ন / ৭১
তুরস্কে ত্রাণ পাঠাচ্ছে সাঈদা শিউলীর সংগঠন

সোনিয়া দেওয়ান প্রীতি,নারায়ণগঞ্জঃ সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তুরস্ক। শিশু থেকে বৃদ্ধ প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বাড়ছে খাবার, পোশাক ও বেঁচে থাকার জন্য মানুষের আর্তনাদ। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বাংলাদেশ সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করে চলেছে, যা ইতিমধ্যেই বিশ্ব মিডিয়ায় বেশ চর্চিত বিষয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন’ এর নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোনের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি সাঈদা শিউলী ও তার সংগঠনের নেতাদের নিয়ে গঠিত একটি দল মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। তারা নিজেদের অর্থায়ন ও মানবিক আহ্বানের মাধ্যমে প্রাপ্ত প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ সামগ্রী ও বিভিন্ন প্রয়োজনীয় জিনিষ তুরস্কে পাঠাচ্ছেন।

সাঈদা শিউলী এ প্রতিবেদককে বলেন, আমরা সংগঠনের সকল সদস্যরা সম্মিলিতভাবে ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৪ হাজার পিস (জেন্টস ও লেডিস) ওয়াটারপ্রুফ লং জ্যাকেট এর একটি স্টক-লট (৫টি ভিন্ন ভিন্ন সাইজ), ২টি সাইজে ১০০০পিছ স্লিপিং ব্যাগ, কিছু পোর্টেবল জেনারেটর (২-৫ কিলোওয়াট), কিছু টর্চ/ ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছি তুরস্কের হতাহত মানুষদের জন্য। আগামী ২০ ফেব্রুয়ারি কার্গো বিমানে করে পাঠানো হবে এসব সাহায্য। সেখানে (তুরস্কে) আমাদের টার্কিশ টিম রয়েছে, যারা এসব সাহায্য সঠিক ব্যক্তিদের হাতে পৌঁছে দিবে।

তিনি আরও বলেন, আমাদের অর্থ সংগ্রহের কাজ এখনও চলমান রয়েছে। যে কেউ যে কোনো অংকের অর্থ ও মালামাল দিয়ে আমাদের সাথে এই মানবিক কাজে অংশ নিতে পারেন।

উল্লেখ্য, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় স্থানীয় সময় ভোরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে (রিপোর্ট লেখা পর্যন্ত) ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রতিনিয়ত এই নিহতের সংখ্যা বেড়ে চলেছে। প্রকৃতির কঠোরতায় বিধ্বস্ত এই দুই দেশেই তীব্র শীত ও তুষারপাতের মাঝে ঘর বাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে হাজারো মানুষ খোলা আকাশের নিচে বাস করছেন।