• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

জমকালো ও বর্ণ্যাঢ্য আয়োজনে সারাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি সভা অনুষ্ঠিত 


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৩, ৮:৫৫ অপরাহ্ন / ১৬৬
জমকালো ও বর্ণ্যাঢ্য আয়োজনে সারাদেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক,ঢাকাঃ আগামী ১২ই ফেব্রুয়ারি রবিবার জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় প্রেসক্লাবে কেক কেটে পালন করা হবে। ১৯৮২ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে ওরা ১১ জনের নেতৃত্বে পথচলা শুরু করে একে একে ৪১টি বছর পিছনে ফেলে এই সংস্থা রচনা করেছে ৪২ বছরের এক গৌরবময় ইতিহাস।

এই ইতিহাস অগ্রগতি, সমৃদ্ধি, সাফল্য আর ঐতিহ্যের ইতিহাস। একটি গঠনমুলক গণতান্ত্রিক সাংবাদিক সংগঠন হিসেবে, একটি একক ও অনন্য অনানুষ্ঠানিক সাংবাদিক শিক্ষা, গবেষণা ও কল্যাণ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা দেশের হাজার হাজার সংবাদকর্মীর মনে স্থান করে নিয়েছে তার স্থায়ী আসন।

বর্তমানে সারা দেশে এই সংস্থার সদস্য সংখ্যা রয়েছে প্রায় ২১ হাজার এবং শুধু দেশে নয় বাইরে সৌদি আরব, জার্মান, মালয়েশিয়া সহ বিভিন্ন কান্ট্রি তে রয়েছে এর শাখা কমিটি।

দেশের অভ্যুদয়ের পর একটি স্বাধীন দেশের সর্বস্তরের সাংবাদিক সমাজে মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসে একক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় জাতীয় সাংবাদিক সংস্থা। এর আগে পত্রিকা কেন্দ্রে কর্মরত সাংবাদিক এবং জেলা ও থানা সদরে কর্মরত সাংবাদিকদের কোন একক সাংবাদিক সংগঠনের অস্তিত্ব ছিলো না। তাই গত ৪১ বছরে জাতীয় সাংবাদিক সংস্থা একটি অনন্য বৈশিষ্ট্য মন্ডিত সংগঠন হিসেবে সর্ব মহলে স্বীকৃতি পেয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীসহ দেশের সকল জেলা-উপজেলা সদরে আনন্দ মিছিল ও আলোচনা সভাসহ বর্ন্যাঢ্য কর্মসূচী পালিত হবে। রাজধানীতে সেদিন সকাল ১১টায জাতীয় প্রেস ক্লাবের সামনে আনন্দ মিছিলে নেতৃত্ব দেবেন সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা বিভাগ কমিটির নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেবেন। আনন্দ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে স্মৃতি-চারণ ও মিলন মেলা।

এছাড়াও ১৩ই ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সাংবাদিক অধিকার পক্ষ পালনে মানব বন্ধন ও স্মারকলিপি পেশসহ বিভিন্ন কার্যক্রম চলবে।

১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থার পথচলা থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল সহকর্মী সদস্যের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা, সততা-নিষ্ঠা, দক্ষতা-আন্তরিকতা ও ভালবাসায় সংস্থা বর্তমান পর্যায়ে এসেছে। ধন্যবাদ

আমন্ত্রণ;
মোঃ রাসেল সরকার
যুগ্ম সাংগঠনিক সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা।