• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:১৭ অপরাহ্ন

ময়মনসিংহে একের পর এক মিছিল নিয়ে জনসভায় আসছেন নারীরা


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৩, ১:১৫ অপরাহ্ন / ৫৭
ময়মনসিংহে একের পর এক মিছিল নিয়ে জনসভায় আসছেন নারীরা

বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ থেকেঃ একের পর এক মিছিল নিয়ে জনসভায় আসছেন নারীরা। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারীরা যোগ দিচ্ছেন। এরই মাঝে নারী নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে আসা শুরু করেছেন। তারা হাতে বহন করছেন ব্যানার-ফেস্টুন। অনেক নারী লাল-সবুজ শাড়ি পড়ে মিছিলে আসছেন।সংখ্যাধিক্যের কারণে তারা পুরুষের মিছিলের আগে বা পেছনে নয়, সম্পূর্ণ আলাদা মিছিল নিয়ে শ্লোগান দিয়ে জনসভায় প্রবেশ করেছেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, শুধু ময়মনসিংহ নগরী নয়, উপজেলা থেকেও নারীরা মিছিল নিয়ে আসছেন। নারীরা আসছেন বিভাগের অন্য জেলা থেকেও।

জামালপুর থেকে আসা নারী কর্মী মাহনাজ বেগম বলেন, নারীরা আজ আর পিছিয়ে নেই। আজকের জনসভাতে নারীদের ব্যাপক উপস্থিতি এরই প্রমাণ দেয়। নারী নেত্রী শিখা বলেন, তিনি কয়েকশ নারী নিয়ে মিছিল করে জনসভাস্থলে যাচ্ছেন।

গৌরীপুরের নাজনীন আলমের নেতৃত্বেও বড় একটা মিছিল জনভায় এসেছে। নারী আইনজীবীদের মিছিলও জনসভায় যোগ দিচ্ছে। এছাড়া মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভায় আসছেন।

অ্যাডভোকেট তাহমিনা বেগম প্রীতি বলেন, তিনি এলাকার নারীদের নিয়ে মিছিল সহকারে জনসভাতে যোগ দিচ্ছেন।

শনিবার ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিকেলে ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। বিকালে সার্কিট হাউস মাঠ থেকে ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ৩০টির ভিত্তি স্থাপনের কথা রয়েছে তাঁর।

জনসভার সময় বিকেল ৩টা। কিন্তু দুপুর ১২টার মধ্যেই ময়মনসিংহ নগরী মিছিলের নগরী হয়ে গেছে। নেতা-কর্মীদের মিছিলের স্রোত এগিয়ে চলছে জনসভার স্থল সার্কিট হাউস মাঠের দিকে। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা। এরপর ছোট মিছিলগুলো এক হয়ে সার্কিট হাউস মাঠের দিকে ছুটে চলছে। নেতা-কর্মীরা অনেকেই গায়ে দিয়েছেন রঙিন গেঞ্জি, মাথায় টুপি। বহন করছেন ব্যানার, ফেস্টুন। অনেকের হাতে রঙিন লগি-বইঠা। মিছিলের কারণে জয় বাংলা স্লোগানে মুখরিত ময়মনসিংহের রাজপথ। নারীরাও আসছেন মিছিলে।

সার্কিট হাউস মাঠের অনেকটা এখনই নেতা-কর্মীদের দ্বারা পূর্ণ হয়ে গেছে। উপজেলা এবং আশপাশের জেলা থেকেও নেতা-কর্মীদের বহনকারী বাস-ট্রাকগুলো ধীরে ধীরে নগরীতে প্রবেশ করছে।