• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃর্ব শত্রুতার জেরধরে অপহরণ টাকা, অলংকার লুট,ঘরে ভাংচুর


প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৩, ৯:৪৩ পূর্বাহ্ন / ৫২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃর্ব শত্রুতার জেরধরে অপহরণ টাকা, অলংকার লুট,ঘরে ভাংচুর

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পৌরসভার জালমাছমারী পুর্বপাড়ার সোহবুল আলীর,বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালিয়েছে।এসমায় সন্ত্রাসীরা সোহবুল আলীর ঘরে ঢুকে ঘরের জিনিস পত্র ভাংচুর করে এবং ঘরের সোকেসের মধ্যে থাকা নগদ ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও ৫,ভরি স্বর্নলংকার যাহার বাজার মূল্য ৩,৫০,০০০/- (তিন লক্ষ (পয়ত্রিশ হাজার) টাকা।সহ

সোহবুল আলীকে অপহরণ করে নিয়ে যায়,যাওয়ার সমায়
সোহবুল আলীকে জীবিত ফেরত চাইলে মুক্তিপণ স্বরুপ
নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা প্রদান করিতে হইবে বলিয়া ঘটনা স্থল ত্যাগ করে। সন্ত্রাসীরা হামলায় দেশীয় ধারালো অস্ত্র সজ্জা সহ হাতে থাকা লোহার রড,বাঁশের লাঠি দ্বারা বাড়ির অন্য অন্য সদস্যদের উপর হামলা চালায়।তাদের শরীরের বিভিন্ন অংশে উপুর্যপুরি ভাবে আঘাতের চিহ্ন দেখা যায়।

এ বিষয়ে সোহবুল আলীর স্ত্রী আলিমা বেগম বাদী হয়ে ১। মোঃ আঃ সালাম (৫০), পিতা অজ্ঞাত,২। মোঃ নাদিম
হোসেন (৩৬),পিতা অজ্ঞাত, ৩। মোঃ রহিম বাদশা (৪৫),পিতা অজ্ঞাত,৪। মোঃ হাসান আলী(৩৫),পিতা অজ্ঞাত, ৫। মোঃ আঃ করিম (৩০),পিতা একরামুল হক,সর্ব সাং ঢোরবোনা, ডাকঃ,রানীহাটি,ইউপিঃ নয়ালাভাঙ্গা, থানা শিবগঞ্জ,জেলা চাঁপাইনবাবগঞ্জগন সহ অজ্ঞাত
আরো কয়েকজন কে আসামি করে শিবগঞ্জ থানায় একটি এজাহার দাখিল করেন।

এদিকে এজাহার দাখিলের বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদ মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তবে উভয় পক্ষের টাকা লেনদেন ও পরবর্তীতে তারা আপোষ মিমাংসা কথাটা আমরা জানতে পেরেছি।