• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন

গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২০, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন / ৬৭
গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জঃ গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমাল-২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহছানিয়া মিশন এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দিন বক্তব্য রাখেন

এ ওরিয়েন্টেশনে জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ওরিয়েন্টেশনে জেন্ডার ধারনা, শিশু সরক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন, নিরোধ বিধির উপর আলোচনা করেন।