• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন——সালাম মূশের্দী এমপি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন / ৬৬
সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন——সালাম মূশের্দী এমপি

খুলনা অফিসঃ খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতদরিদ্র, নিঃস্ব ও সহায় সম্বলহীনদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার প্রতিটি ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন,বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন বা ঠিকানা-বিহীন থাকবে না। এটাই আমাদের সরকারের লক্ষ্য। দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য বাড়ি নির্মাণ করে দেয়ায় এগিয়ে আসার জন্য সমাজের ধনীক শ্রেণীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান অতিথি বলেন, ‘শুধু সরকারই নয়, বরং আমরা সবাই মিলে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পৌছিয়ে দিচ্ছে বই। যা বিগত সরকারগুলো কখনো দিতে পারেনি। সরকার যখন সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে তখন নালিশ পার্টি নামের দলটি বিএনপি দেশের সুনাম নষ্ট করার জন‍্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরো বলেন, ‘এই আশ্রায়ন প্রকল্প থেকে যারা ঘর পেয়েছেন-তাদের মুখের হাসি ও মনের সন্তুষ্টি থেকে বড় আর কোন প্রাপ্তি হতে পারে না। দেশ এখন সকল প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। এমপি আব্দুস সালাম মূশের্দীর ব্যাক্তিগত ঐচ্ছিক তহবিল হতে রূপসা উপজেলার দু:স্থ‍ ও অসহায় ব্যক্তিদের মাঝে শনিবার বেলা ১১টায় অফির্সাস ক্লাব মিলনাতনে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।